কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১২ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া। (২ এপ্রিল ২০২৫) বুধবার সন্ধ্যায় যুবলীগ ও ছাত্রলীগের ১২ নেতার নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া। এর আগে মঙ্গলবার রাতে যুবলীগ ও ছাত্রলীগ মিলে ছাত্রদল অফিসে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে এমন অভিযোগে একটি সংবাদ সম্মেলন করেছেন তিনি।সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ২৪ ঘণ্টার মধ্যে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার চাই। ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারা কিভাবে খোলা আকাশের নিচে এখনও ঘোরাফেরা করে প্রশাসনের কাছে জানতে চাই। অভিযোগে বলা হয়, গত ৫ আগষ্টের পর থেকে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়াকে হুমকি দিয়ে আসছে। মঙ্গলবার রাত ১০টায় দিকে বুড়িচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদলের অফিসে হামলা ও ভাঙচুর চালায়। বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া তালাশ বাংলাকে বলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও তার ছেলে ছাত্রলীগ সন্ত্রাসী সিদ্ধার্থ ও ভাতিজা সুজনসহ ১০/১৫ জন আমার অফিসে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর করে। বুড়িচং থানার অফিসার ইনচার্জ(ওসি) আজিজুল হক তালাশ বাংলাকে বলেন,এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছে ইকবাল হোসেন ভূঁইয়া।প্রাথমিক তদন্ত চলমান রয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *