ফকিরবাজার রুহি বিউটি পার্লার এর শুভ উদ্বোধন করা হয়েছে। (৩০ মার্চ) রোববার সন্ধ্যায় বাকশীমূল ইউনিয়নের ফকিরবাজার খোকন মুহুরীর বিল্ডিংয়ের নীচ তলায় আধুনিক পদ্ধিতি ও শীতাতপ নিয়ন্ত্রিত রুহি বিউটি পার্লার কেক কেটে শুভ উদ্বোধন করা হয়। পার্লারটির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী হৃদয় এর স্ত্রী রিমা আক্তার। পার্লারের পরিচালক রিমা আক্তার তালাশ বাংলাকে জানান, পার্লারটিতে দেশী ও বিদেশী এর উন্নত মানের প্রসাধনী সামগ্রী দ্বারা মুখের ব্রণ, মেছতাসহ স্কিনের সকল সমস্যা শতভাগ গ্যারান্টিসহ ট্রিটমেন্ট করা হয়। শুধু মহিলাদের জন্য আমাদের সেবা সমূহ : ওয়াটার প্রুফ মেকাপ, বৌ- সাজানো ও পার্টি মেকাপ,বিভিন্ন ধরনের ফেসিয়াল,নাক-কান ফোড়ানো হয়, স্ক্রিন ট্রিটমেন্ট বভিন্ন ডিজাইনের চুল কাঁটা,চুল কালার হাইড্রো ফেসিয়াল করা হয়,তিল, আর্চিল রিমুভ করা হয়। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হৃদয়,কুমিল্লা সিটি ব্যাংক অফিসার মো: মেজবাহ্ আহম্মেদ তুষার, ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তা ফায়জুল কবির জয়,ফ্রান্স প্রবাসী মেহনাজ শরীফ,জনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো: জনি,প্লাবণ, শুভ, রিধনী আক্তার,রিনা বেগম,লিছা,ইসরাত জাহান,বিজয়,রিফাত,মো:আবুল খায়ের,ইমতিয়াজ আহমেদ বাচ্চু,জাকির চৌধুরী প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফকিরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো: আজগর হোসেন। বিউটি পার্লারের সত্ত্বাধিকারী মোঃ হৃদয় তালাশ বাংলাকে বলেন,এই অঞ্চলটি একটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় আধুনিক পদ্ধতিতে পার্লার তেমনটা গড়ে উঠেনি। এখনের নারীরা শহরে বা অন্যান্য স্থানে যেতে হয়। এতে অতিরিক্ত টাকা ও সময় ব্যায় হয়।এসব কথা চিন্তা করেই এ অঞ্চলের মানুষের সেবা প্রদানের লক্ষ্যে রুহি বিউটি পার্লার উদ্বোধন করা হয়েছে।আশা করি এই প্রতিষ্ঠানে সবাই সেবা নিতে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *