নাটোরের জেলা প্রশাসকের পুরোনো বাংলোর ভেতরে মিলল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় একশত বস্তা ব্যালট পেপার। যার বেশিরভাগই সিলমারা ব্যালট পেপার। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কান্দিভিটুয়া জেলা প্রশাসকের পুরোনো বাংলোর পিছনের জঙ্গলে এনএসআই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় একশত বস্তা ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। তবে বেশিরভাগ ব্যালট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর (লালপুর-বাগাতিপাড়া) আসনের। nator এর আগে গতকাল বিকেলে ডিসির পুরোনো বাংলোর পুকুর থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। ডিসি বাংলোর পাশে তালাব পুকু্ের গতকালের মত আজও অস্ত্র উদ্ধার অভিযান চলাকালে কৌ তবে এতো পরিমাণে ব্যালট পেপার উদ্ধার নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পুলিশ জতুহল বশত পাশের জঙ্গলে গেলে সেখানে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় একশত বস্তা ব্যালট পেপার দেখতে পেয়ে স্থানীয় ডিসি, এসপি এবং সেনাবাহিনী কে জানিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাশেদুল ইসলাম বলেন, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ব্যালট পেপারগুলো ট্রেজারিতে ছিল। এরপর উপজেলা পরিষদের নির্বাচনের সময় স্থান সংকুলানের কারণে এগুলো পুরোনো বাংলোতে রাখা হয়। সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে তা আমাদের জানা নেই।