কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন বলেছেন,বিএনপির নেতাকর্মীরা কেউ যদি চাঁদাবাজি বা অপরাধের সঙ্গে জড়িত থাকে তাদের নামের তালিকা হচ্ছে এবং কেন্দ্রে পাঠানো হবে।ইতি মধ্যে কেন্দ্রের সিনিয়র নেতাকর্মীরা বিভাগীয় সাংগঠনিক সভায় নির্দেশনায় দিয়ে গেছেন। তারা বলে গেছেন,বিএনপির কেউ যদি চাঁদাবাজি,টেন্ডারবাজি,লুটপাট,মাদক,মাটিকাটাসহ অন্যান্য অপরাধের সাথে জড়িত থাকে তাহলে তাদের নামের তালিকা করে কেন্দ্রে পাঠাতে হবে। তিনি আরও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারাম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যের কোনো বিকল্প নাই,সবাই ঐক্যভাবে দলের জন্য কাজ করতে হবে।রোববার ( ২৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বাকশীমূল কেন্দ্রীয় ঈদগাহে এতিম শিশুদের সাথে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন । সভাপতিত্ব করেন বাকশীমূল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম ও বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রহিম খান লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন করির বাবুল,বিএনপির নেতা হাজীঃ সফিকুল ইসলাম,তাজুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক সবুজ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মনির, উপজেলা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দোলন, যুগ্ম আহবায়ক মনির হোসেন এবং মনির হোসেন ভূইয়া,দিলীপ রায়।এসময় উপস্থিত ছিলেন নজির আহমেদ নছির,হেলাল উদ্দিন বুলু। ভিক্টোরিয়া কলেজের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ধীমান, কাউছার আহমেদ, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী সফিকুল ইসলাম, বাকশীমূল ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহজাহান, সদস্য সচিব ইন্জিঃ মাহবুব আলম, কাউছার আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামশেদ চৌধুরী, সদস্য সচিব কামাল হোসেন, আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন,মামুনুর রশিদ,তানজিবুর রহমান শুভ, ও হৃদয় হাসান, নাছির উদ্দিন,জিয়া মঞ্চের বুড়িচং উপজেলার সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমূখ। অবশেষে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম।
