কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযান চালিয়ে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বিকেলে উপজেলার মিয়া বাজার এলাকার জগমোহনপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদক ও অস্ত্র সরবরাহ করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী অভিযানে নামে। চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মঞ্জুরুল হক এবং থানার এসআই লিটন চাকমার নেতৃত্বে যৌথ বাহিনী মিয়া বাজারের জগমোহনপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে মৃত মুকবুল আহমদের ছেলে মো. লোকমান (৪৩) ও মানিক মিয়ার ছেলে মোশারফ হোসেন সৈকত (১৯) কে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়— একটি দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড গুলি, ৩ রাউন্ড শর্টগানের কার্তুজ, ২,০৫৯ পিস ইয়াবা, ২ বোতল বিদেশি মদ, ৩ বোতল ফেনসিডিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অঞ্চলটিতে সাম্প্রতিক সময়ে যৌথ বাহিনীর একাধিক সফল অভিযান পরিচালিত হয়েছে, যা মাদক ও অস্ত্র চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয়রা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে এলাকায় শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, “আমাদের গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।” চৌদ্দগ্রামে এই সফল অভিযানের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মাদক ও অস্ত্র চোরাচালান নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *