কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দুলালপুর বাজার এলাকায় মাদক সেবন করে প্রকাশ্যে মাতলামি করার অপরাধে মো. কাউছার খান (৩২) নামের এক যুবককে কারাগারে পাঠালো এসিল্যান্ড। (১৮ মার্চ ২০২৫) মঙ্গলবার রাতে জানা যায়, উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজার এলাকায় মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড সৈয়দ ফারহানা পৃথার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে কাউছার খান নামে এক যুবক মাদক সেবন করে প্রকাশ্যে মাতলামি করলে তাকে আটক করা হয়। ওই মাদকসেবিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ শত টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া এবং ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজনসহ পুলিশের একটি দল অভিযানে সহায়তা করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দণ্ডিত করে। দণ্ডপ্রাপ্ত মোঃ কাউছার খান ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের দীর্ঘভূমি গ্রামের বাসিন্দা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকসেবী এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, “মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, এবং আমরা সাধারণ জনগণের সহযোগিতা কামনা করি।