কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কণ্ঠনগর গ্রাম উন্নয়ন ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১৮ মার্চ ২০২৫) মঙ্গলবার বিকেলে কণ্ঠনগর ওমর ফারুকের নিজ বাড়িতে উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোঃ তফাজ্জল হোসেন বিএসসি, বি এড। বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কণ্ঠনগর কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী মোঃ মুমিনুল হক,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভারেল্লা কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক ড.মাওলানা আবুল খায়ের। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুফতি আব্দুস সালাম,বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক উপ সহকারী ডা.মো.জয়নাল আবেদীন, বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার সফিকুল ইসলাম ভূঁইয়া,ব্যবসায়ী মো.রাশেদুল হক,ব্যবসায়ী মামুনুল হক,ক্বারী মো.কামাল হোসেন,মো.তানভীরসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ভারেল্লা কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক ড.মাওলানা আবুল খায়ের। উক্ত অনুষ্ঠানে আলোচক অতিথিরা তাদের বক্তব্যে কোরআন ও হাদিসের আলোকে সমাজ ব্যবস্থা পরিচালনা করা এবং রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *