কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মীরপুর আলহাজ্ব আব্দুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পরে এতিম ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ( ১৫ মার্চ ২০২৫) শনিবার মীরপুর গ্রামের বাসিন্দা আলহাজ্ব আব্দুর রহমানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫০ জন অসহায় মানুষকে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয় এবং সন্ধ্যায় মীরপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মৃত. আলহাজ্ব আব্দুর রহমানের মীরপুর বাড়িতে ইফতার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক স্পেন বার্সেলোনার বিশিষ্ট ব্যবসায়ী গোলাম নজরুল টুটুল।এসময় উপস্থিত ছিলেন সার্বিক ব্যবস্থাপক এডভোকেট মোঃ আব্দুল আলীম,ইঞ্জিনিয়ার আল আমিন ও ইঞ্জিনিয়ার রাকিব সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। আলহাজ্ব আব্দুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক স্পেন বার্সেলোনার বিশিষ্ট ব্যবসায়ী গোলাম নজরুল টুটুল বলেন,তার বাবা জীবিত থাকাকালীন মীরপুর গ্রামসহ বিভিন্ন এলাকার অসহায় মানুষের পাশে থেকে সহায়তা করে আসছিলেন। এবছরও অসহায় মানুষ ইফতার সামগ্রী বিতরণ ও এতিমদের নিয়ে ইফতার করতে পেতে আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং সকলের কাছে তার বাবার জন্য দোয়া চান। এছাড়াও বুড়িচংয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে আর্থিক সহযোগীতা করেন আলহাজ্ব আব্দুর রহমান ফাউন্ডেশন।এইভাবে ফাউন্ডেশনের সকল কার্যক্রম চলমান থাকবে বলে গোলাম নজরুল টুটুল জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *