দেশব্যাপী অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টিকারী শাহবাগীদের প্রতিহত করতে ও তাদের বিগত দিনের মানবতাবিরোধী অপরাধ এবং ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতার অপরাধের বিচার নিশ্চিত করতে কুমিল্লার বুড়িচং উপজেলার সর্বস্তরের সচেতন নাগরিকদের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে। ( ১২ মার্চ ২০২৫) বুধবার দুপুরে বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে বাইপাস সড়কে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তারিকুল ইসলাম পিয়াসের পরিচালনায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি ও কবি কাজী খোরশেদ আলম,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা যুগ্ম আহবায়ক মোঃ সাব্বির আহম্মেদ,মোঃ শাকিল আহম্মেদ,ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ সায়মন ইসলাম, মোঃ নিহাদ সিদ্দিলও, মোঃ তমাল আহম্মেদ, মোছাব্বির,মোঃ রিফাত,মোঃ সফিউল্লাহ, সালাফিয়া মাদরাসার শিক্ষক হাবীবুল্লাহ মাদানী, রেদোয়ানসহ উপজেলার সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *