কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি বাজেবাহেরচর গোমতীর তীরবর্তী চিহ্নিত কিছু মাটি খেকো অন্যান্য বছরের ন্যায় এবারও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি উত্তোলন করে। মাটি খেকোদের দৌরাত্ম্য বন্ধ করতে মধ্যরাতে গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে মাইকিং করে বাধা দিতে গেলে মাটি খেকোদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে (১১ মার্চ ২০২৫) মঙ্গলবার রাত ১টার দিকে। ঘটনাটি নিশ্চিত করেন দেবপুর ফাঁড়ির পুলিশ। স্থানীয় এক যুবক জানান ২০২৪ এর বন্যা ছিল কুমিল্লার বুড়িচংয়ে বুক চিরে যাওয়া একটি কালো অধ্যায়। স্থানীয়রা জানায়, গোমতীর বাঁধ দূর্বল থাকায় ভারতীয় পানির ঢলে বুড়বুড়িয়ায় অংশে গোমতীর বাঁধ ভেঙে বন্যাকবলিত হয়ে দেড় লক্ষাধিক মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে। পানিবন্দী ছিলেন অন্তত ৬০ হাজার মানুষ। বুড়িচং উপজেলার অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে।তার পরেও যারা গোমতীর ফসলি জমি কেটে ইটভাটায় মাটি নিচ্ছে তা আগামী দিনে আরো বেশি ভয়াবহ প্রভাব ফেলতে পারে। গ্রামবাসীর অভিযোগ তারা বন্যার সময় বাঁধ সংস্কারের জন্য এই ধরনের মাটি খেকোদের পাশে পায়নি বরং বন্যা শেষেই তারা মাটি কাটতে তৎপর হয়ে উঠেছেন। মাটি খেকোদের রুখে দিতে মধ্যরাতে মাইকিং করে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে ধাওয়া দিতে গেলে মাটি খেকো মাসুক,আমির,সাকিব,শুভ,মনির সর্দারের নেতৃত্বে প্রতিবাদী জামাল হোসেনের ওপর হামলা করে।এতে উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।এক পর্যায়ে নদীর চরে মাটির ড্রামট্রাক রেখেই তোপের মুখে পালাতে বাধ্য হয়। গ্রামবাসীরা আরও জানায়,দীর্ঘদিন ধরে রাতের আঁধারে মাটি কাটছে একটি দল।তাদেরকে প্রাথমিকভাবে মাটি কাটা নিষেধ করতে গেলে তারা হুমকি দিয়ে বলেন,’লাশের উপর দিয়ে মাটির গাড়ি চালাবে,তবুও মাটি কাটা বন্ধ করতে পারবে না’।এ নিয়ে গোমতির চরে মাটি কাটা সংবাদ প্রকাশ করা হলে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অভিযান পরিচালনা করলেও মাটি খেকোরা থেমে যায়নি, তাই গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে এ অভিযান পরিচালনা করেছেন।তবে উক্ত সংঘর্ষে কেউ আহত হয়নি বলে জানা যায়। গোমতীর অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমর দাসের নির্দেশনায় এ এস আই আশরাফ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে থানার আরো একটি টিম ঘটনাস্থলে গিয়ে সংঘটিত ঘটনার সুষ্ঠু সমাধান দেওয়ার আশ্বাস দেন। গ্রামবাসীর দাবি গোমতী চরে ফসলী জমি নষ্ট করে এক কোদাল মাটি ও কেউ নিতে পারবেন না, এতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।