কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও সেনা সদস্য আলহাজ্ব নাছির উদ্দীন শোধনের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার (৯ মার্চ ) বাদ যোহর ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের চৌব্বাস পশ্চিম পাড়া আল মদিনা জামে মসজিদ মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সৈয়দ ফারহান পৃথা রাষ্ট্রের পক্ষে সালাম প্রদান করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্বজনরা পারিবারিক কবরস্থানে তার লাশের দাফন সম্পন্ন করেন। গার্ড অব অনার অনুষ্ঠানে উপপরিদর্শক (এসআই) ডি,এম,এ মজিদ,সহ ওনার টিম,উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলী,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম,বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার,আরও উপস্থিত ছিলেন,শিদলাই দরবার শরীফের পীর সাহেব মাও. রুহুল আমীন, মাওলানা আব্দুর রহমান,ক্বারি শরীফুল ইসলাম সরকার, মাও. যোবায়ের আল হানাফি, কাজী খায়রুল আমিন,কাজী ছফিউল্লাহ সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছ, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন শোধন (৭২) দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গত শনিবার (০৮ মার্চ ) রাত্র ৮টা ২০ মিনিটের সময় মৃত্যুবরণ করেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাছির উদ্দীন শোধন বাংলাদেশ সেনাবাহিনীতে ১ জানুয়ারি ১৯৭১ সালে যোগদান করেন। রেজিমেন্টে ৪৮ ই বেঙ্গল, কর্পোরাল পদ থেকে ৩১ ডিসেম্বর ১৯৯৭ সালে অবসর গ্রহন করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও পাঁচ ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *