মহান আল্লাহ তায়ালার সান্নিধ্য অর্জনের জন্য পবিত্র ওমরা হজ পালন করার জন্য কুমিল্লা থেকে কাবা শরীফে আসেন মোঃ হাছান। তিনি কাবা শরীফে তাওয়াফ করার সময় দেখেন তার কাঁধে একজন হাত রেখে দাঁড়িয়ে আছে । তিনি ফিরে তাকান প্রথমে কিছু বুঝতে পারেন নি। কিন্তু পরক্ষণেই ফিরে তাকিয়ে তিনি অবাক হয়ে যান। ঘাড় ঘুরিয়ে দেখেন তার ছেলে পাশে দাঁড়িয়ে আছে। পরবর্তীতে বাবা ছেলের মধ্যে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। যা ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। জানা যায় মোঃ হাছানের ছেলে আমিনুল ইসলাম শিহান ১৪ বছর পূর্বে লন্ডনে যান । এ দীর্ঘ ১৪ বছর তাদের মধ্যে কখনো আর দেখা হয়নি। বাবা ওমরাহ হজ করতে আসবেন তা জেনে আমিনুল ইসলাম শিহান বাবাকে সারপ্রাইজ দেয়ার জন্য তিনি মক্কায় আসার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত মোতাবেক তিনি কাবা শরীফে প্রবেশ করেন এবং তাওয়াফের মুহূর্তে বাবার সাথে দেখা হয়। মোঃ হাছান কুমিল্লা নগরীর সিডি প্যাথ হসপিটালে ৩৬ বছর যাবৎ চাকরি করেন। তিনি আবেগ ঘন এ মুহূর্তের জন্য মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের নিকট সন্তানের জন্য দীর্ঘায়ু কামনা করেন।