বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অচিরেই ঐক্যের ঘোষণা দেওয়া হবে এবং বিএনপি আগামীতে সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম। বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫ ) কুমিল্লার বুড়িচং উপজেলা প্রবাসী ফোরামের উদ্যোগে বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল ও নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজী জসিম উদ্দিন বলেন, আগামীর রাষ্ট্র নায়ক ও সকলের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করব এবং একটি সুন্দর সমাজ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাআল্লাহ। ঐক্যের কোনো বিকল্প নাই,ঐক্য থাকলে দ্রুত নির্বাচন হওয়ার সম্ভব। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক,মো: জামাল খন্দকার। প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা মো.মনির হোসেনের সভাপতিত্বে ও প্রবাসী ফোরামের সভাপতি আবু নাছের ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. কবির হোসেন, কুমিল্লা বারের সাবেক সভাপতি এড. আ হ ম তাইফুর আলম,বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মোঃ সানাউল্লা মোল্লা, বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল, কৃষক দলের সভাপতি ছাদেকুর রহমান,বিএনপি নেতা জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু, বিএনপির সহসভাপতি আব্দুর রহিম, অধ্যাপক কামরুল হাসান নাসিম, বি.এন.পির যুগ্ম সম্পাদক আবু ইউসুফ তুহিন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সবুজ, মহিলা নেত্রী শিল্পী আক্তার। এসময় বুড়িচং উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, বুড়িচং উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ কবির হোসেন ভূঁইয়া,যুবদলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন দোলন, যুবদলের যুগ্ন আহবায়ক মিয়া মো. সোহাগ পারভেজ,বুড়িচং উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোঃ স্বপন আহম্মেদ পাখি, সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া।সার্বিক দায়িত্বে ছিলেন প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক মো. শামীম, সিনিয়র সহ সভাপতি আবু তাহের, এমডি রুবেল, সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এ মূসা, প্রচার সম্পাদক মো. কামাল হোসেন সরকার ও মো. নজির মিয়ারসহ প্রবাসী ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *