কুমিল্লার বুড়িচং – ব্রাহ্মণপাড়া মেজর এম.এ গণি সড়কে যানজট নিরসনের লক্ষ্যে বিভিন্ন পয়েন্টে আনসার নিয়োগ দিয়েছে উপজেলা প্রশাসন। পবিত্র মাহে রমজান মাসে শান্তির মধ্যে রোজা পালন ও ঈদুল ফিতরের উৎসবকে আনন্দ ঘন পরিবেশে উদযাপন করার জন্য এবং ঈদে ঘরমুখী মানুষ যেন যানজটের ভোগান্তি থেকে রক্ষা পায়-এর জন্য বুড়িচং – ব্রাহ্মণপাড়া সড়কের প্রবেশ পথ ভরাসার বাজার এবং বুড়িচং সদর বাজারে আনসার সদস্য নিয়োগ করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সাহিদা আক্তার ও সড়কের পাশে ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় । ইউএনও জানায়, পুরো রোজার মাস ও ঈদের ছুটির দিনগুলোতে প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মালবোঝাই কোন গাড়ী বা যানবাহন এই সড়কে প্রবেশ করতে পারবে না। ব্যবসায়ীরা তাদের মালবাহী গাড়ীগুলো রাত ৮টার পর কিংবা সকাল ৮টার পূর্বে নিয়ে আসতে হবে। সড়কের যানজট নিরসন করতে উপজেলা প্রশাসন উদ্যোগে প্রথম রোজা থেকে আনসার সদস্যরা সড়কে কাজ শুরু করছে। বুড়িচং উপজেলায় প্রবেশপথ ভরাসার বাজারে দুই শিফটে ৪ জন করে ৮ জন এবং বুড়িচং বাজারে দুই শিফটে ৬ জন করে ১২ জন আনসার সদস্য সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দায়িত্ব পালন করবে। এসম তারা সড়কের উপর যেন কোন যাত্রী উঠা নামা না করে এবং এলোমেলো ভাবে যেন কোন গাড়ী সড়কের উপর না থাকে ও দুই পাশে গাড়ীগুলো সারিবদ্ধ ভাবে চলাচল করে সেই দিকে বেশি নজর রাখবে। এছাড়া বুড়িচং বাজারের সড়কের উপর বিভিন্ন সবজি ও ফল বিক্রয়কারী ভ্যানগাড়ীগুলোকে অন্যত্র পাঠানোর কাজ করবে এবং ইতিমধ্যে রোজার প্রথম দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে । রোজা মাসে যেন যাত্রীরা যানজটের কবলে পতিত হয়ে ভোগান্তির শিকার না হয়। ভাড়া নৈরাজ্য আর যানজটের জন্য কুমিল্লা মীরপুর সড়কের যাত্রীদের অভিযোগ ছিল।প্রতিনিয়তই এই সড়কে যাত্রীরা হয়রানী হয় এবং ভোগান্তির শিকার হতে হয়েছে। এই ভোগান্তি থেকে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সাধারন মানুষকে মুক্তির জন্য বুড়িচং উপজেলা প্রশাসন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কোন ব্যবসায়ী মালামাল লোড এবং আনলোড করতে পারবে না। বুড়িচং সিএনজি ও অটোরিকশা চালক সমবায় সমিতির সভাপতি মোঃ শহীদুল্লাহ বলেন, বুড়িচং ও ভরাসার বাজারের রোজার মাসে যানজটমুক্ত রাখা এবং যাত্রী হয়রানী বন্ধ করার জন্য উপজেলা প্রশাসন চমৎকার উদ্যোগ নিয়েছে। আমি নিজেও কয়েকজন স্বেচ্ছাসেবী নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত কুমিল্লা মীরপুর সড়কের বুড়িচং বাজারের বসুন্ধরা চত্বরে অবস্থান করি এবং আমাদের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের সকল কার্যক্রমে সহযোগীতা করবো। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার বলেন, কুমিল্লা মীরপুর সড়কের প্রবেশপথ ভরাসার বাজার ও বুড়িচং সদর বাজারের যানজট নিত্যদিনের সঙ্গী। আমরা মুসলমানদের নিকট মাহে রমজান মাস হলো পবিত্র মাস। এই মাসে যেন রোজাদার ব্যক্তিদের চলাচল করতে এবং হাট-বাজার এবং কর্মক্ষেত্রে আসা যাওয়ার সময় ভোগান্তি কিছুটা লাঘব হয়। সাধারন মানুষ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে; সেই জন্য প্রশাসনের উদ্যোগে একটি প্রজেক্ট নেওয়া হয়েছে। তারই আলোকে শুধুমাত্র রোজার মাস ও ঈদের ছুটি পর্যন্ত দুই বাজারে আনসার নিয়োগ করা হয়েছে। আনসার সদস্যরা নিজ নিজ অবস্থান তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবে এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিয়ম কানুন মেনে চলার আহবান জানিয়েছে।