কুমিল্লার বুড়িচংয়ে আবিদপুর এলাকায় প্রবাসী স্বামীর ঘর থেকে সাবরিনা সুলতানা (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ( ২ মার্চ ২০২৫) রোববার রাত সাড়ে ১২টায় তালাশ বাংলাকে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক। পুলিশ সূত্রে জানায়,(১ মার্চ) শনিবার মন্ধ্যায় উপজেলার আবিদপুর চট্টগ্রাম পাড়া সৌদি প্রবাসীর স্ত্রী-সাবরিনা সুলতানা(২৩) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ বসতঘর থেকে উদ্ধার করে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির এস.আই জিয়াউর রহমান ও সঙ্গীয় ফোর্স। পুলিশ আরও জানায়,প্রাথমিক ভাবে জানতে পারে গৃহবধু সাবরিনা আক্তারের সৌদি প্রবাসী স্বামী ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত গৃহবধু আবিদপুর এলাকার চট্রগ্রাম পাড়ার প্রবাসী আশিকুর রহমানের স্ত্রী ছিলেন। স্থানীয়রা জানায়,পারিবারিক কলহের জেরে ওই গৃহবধু আত্মহত্যা করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের বাবার বাড়ির পক্ষ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে বুড়িচং পুলিশ থানার ইনচার্জ (ওসি) আজিজুল হক তালাশ বাংলাকে বলেন,ঘটনাস্থল থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করে একটি সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এখনো ঘটনাস্থলে আমিসহ সঙ্গীয় ফোর্স রয়েছি।