সারাদেশে ধর্ষণ, খুন,ছিনতাই ডাকাত,সন্ত্রাসী ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ছাত্র- জনতার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়েছে।উক্ত কর্মসূচিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।বুড়িচং আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়,বুড়িচং কালিনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়,ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলোজি সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে তাদের প্রতিবাদী মিছিল প্রদক্ষিণ করে। মিছিলটিতে ‘দড়ি লাগলে দড়ি নে ধর্ষকদের ফাঁসি দে’ স্লোগান দেয় ছাত্র-ছাত্রীরা।মানববন্ধনে শিক্ষার্থীরা ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলো তুলে ধরে। সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় তারা। এ সময় তারা ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানায় এবং সরকারকে এই মর্মে আইন পাসের অনুরোধ করে। এ ছাড়া ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানায় তারা। তারা বলেন, প্রশাসনের কাছে আমাদের দাবি, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। প্রায়ই ধর্ষণের ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীদের শাস্তির বিষয়ে তেমন কিছু জানা যায় না।তাই ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড হওয়ার উচিত। পাশাপাশি দেশের ও এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি সাধনের দাবিও জানায় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *