ঝিনাইদহের শৈলকুপার একটি সেচখালের পাশ থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে এ মরদেহগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মতিয়ার রহমান। স্থানীয়রা জানায়,ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর ও কুষ্টিয়ার পিয়ারপুর সীমান্তে আবারও সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি এই অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে। তবে, এখন পর্যন্ত কোনো গ্রেফতার হয়নি। এই হত্যাকাণ্ড আবারও এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।