কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং অংশে ময়নামতি সাহেব বাজার নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম(৫৫) নামের এক সার ডিলারের মৃত্যু হয়েছে।(২০ ফেব্রুয়ারি ২০২৫) বৃহস্পতিবারে বিষয়টি নিশ্চিত করেন নিহত সাইফুল ইসলামের বড় ভাই মোঃ হুমায়ুন কবির।সকাল ১০ টায় নিজ বাড়িতে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।স্থানীয়রা জানান,গত বুধবার বিকেল ৪টার সময় কুমিল্লা- সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি সাহেব বাজার এলাকায় মহাসড়ক দিয়ে সাইফুল ইসলাম নিজ বাসা থেকে মোটরসাইকেল যোগে কংশনগর তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া অন্য একটি মোটরসাইকেল একটি অটোরিকশা পাশকাটিয়ে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সাইফুল ইসলাম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়নামতি জেনারেল হাসপাতালে নিলে তার অবস্থা অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে রাস্তায় সাইফুল ইসলাম মারা যায়। নাগাইশ গ্রামের স্থানীয় সাংবাদিক গাজী রুবেল জানায়,সাইফুল ইসলাম (৫৫) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতদের কুমিল্লা বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেলে দিকে এ ঘটনা ঘটে।নিহত সাইফুল ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর নাগাইশ গ্রামের হাজী সুবেদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে নিহত সাইফুল ইসলামের বড় ভাই মোঃ হুমায়ুন কবির। তিনি আরো জানান আমার ছোট ভাই দীর্ঘদিন যাবত প্রবাসে ছিল সেখান থেকে এসে সারের ডিলার ছিল।সার বিক্রি করে সংসার চালাতেন।বৃহস্পতিবার সকাল ১০টার সময় জানাজার শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। মৃত্যুকালে সাইফুলের দুই ছেলে দুই মেয়ে ও স্ত্রী অনেক গুণগ্রাহী রেখে যান।তার মৃত্যুতে এলাকায় শোকের কালো ছায়া নেমে এসেছে।