কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর গ্রামের লন্ডনী পরিবারের স্প্রেন প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম ও লন্ডনী আমজাদ হোসেনের মরহুম পিতা-মাতা আত্মীয় স্বজনদের আত্মার মাগফেরাত কামনায় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল,দোয়া ও কবর জিয়ারত করা হয়। (৭ ফেব্রুয়ারি ২০২৫) শুক্রবার বাদ জুম্মা মিলাদ মাহফিল ও কবরবাসীদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব মাওলানা মোঃ সফিকুল ইসলাম। এছাড়াও মসজিদ সংলগ্ন স্থানে লন্ডনী পরিবারের অপর স্বজন মোঃ পারভেজ কামাল খান ২২ শতক জমিতে ধর্মীয় একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করেন মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে। উক্ত ধর্মীয় প্রতিষ্ঠান উদ্বোধন করেন স্প্রেন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম এবং লন্ডনী মোঃ আমজাদ হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর যুবদলের নেতা শাহাদাত হোসেন সাগর, অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম , বিশিষ্ট ব্যবসায়ী মোঃ পারভেজ কামাল খান, আলী আহাম্মদ মাষ্টার, মোঃ লিটন খাদেম, সফিকুর রহমান, কবির হোসেন মোল্লা, সুলতান আহমদ মেম্বার, জয়নাল আবেদীন,আবুল কাসেম মাষ্টার, মোঃনুরুল হক, বাবুল আহমেদ, কাজী বাহার, জাহাঙ্গীর আলম, আব্দুল মতিন, আব্দুল কাইয়ূম, রিয়াজ হোসেন, তুহিন মিয়া প্রমূখ। এসময় এলাকার বিভিন্ন শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *