কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম ভূঁইয়া (৩ ফেব্রুয়ারি ২০২৫) সোমবার রাতে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।নিহত রেজাউল করিম বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের শিবরামপুর গ্রামের নিবাসী। শিক্ষক রেজাউল করিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন শিক্ষক সমাজ। তারা শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেনন।পরিবার সূত্রে জানা যায়,মরহুমের জানাজার নামাজ আজ মঙ্গলবার দুপুর ২টায় বুড়িচং উপজেলার শিবরামপুর নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।