ছবি: তালাশ বাংলা

প্রিয় শিক্ষকদের বিদায়। ফুল হাতে নিবেদন করা হচ্ছে ভালোবাসা। ছাত্র-ছাত্রীসহ অশ্রুসিক্ত পুরো স্কুল ও আশেপাশের মানুষ । শেষ বারের মতো বিদ্যালয় ত্যাগ করছেন সরকারী প্রধান শিক্ষক মো: রফিজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো: শাহ আলম, মোঃ নুরুল ইসলাম এবং অফিস সহকারী মো: আবদুল হান্নান।তারা কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শ্রীমন্তপুর এম.এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। শেষ বারের মতো অন্যরকম আয়োজনে এই ৪ জন শিক্ষকের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।(১৮ জানুয়ারি ২০২৫) শনিবার বিকেলে শ্রীমন্তপুর এম.এ ছাত্তার উচ্চ বিদ্যালয় ও প্রক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা শেষে ফুলসজ্জা গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।দীর্ঘ জীবন সততা আর নিষ্ঠার সাথে ছিলেন এই চার শিক্ষক। সবার সঙ্গে গড়ে ওঠেছে প্রীতি আর ভালোবাসার নিবিড় এক সম্পর্ক। তাইতো বিদায়ের দিনে হাজির হন প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকার নানা পেশাজীবীর মানুষ। উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোসলেমের সভাপতিত্বে ও মোঃ শামীম আহমেদ এবং মোঃ শরিফুল ইসলাম এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফকির বাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ পিজিউল আলম, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ জামাল হোসেন,বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবদুর রশিদ মাষ্টার, সাবেক চেয়ারম্যান মোঃ জামশেদুল আলম,সহকারী প্রধান শিক্ষক আব্দুল হালিম, শৈলরাণী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাছমিন আক্তার। বিদায়ী বক্তব্য রাখেন সংবর্ধিত সরকারী প্রধান শিক্ষক মো: রফিজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো: শাহ আলম, মোঃ নুরুল ইসলাম এবং অফিস সহকারী মো: আবদুল হান্নান। শ্রীমন্তপুর এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের শিক্ষা পরিবার আয়োজিত অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন রবিউল আলম মাষ্টার। বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মাওঃ মোঃ জাহাঙ্গীর আলম, সূচনা রাণী সূত্রধর, মোঃ আবদুছ ছাত্তার,শ্রী লিটন চন্দ্র কর,পলি রাণী সরকার, মোঃ ফজলুল হক, মোঃ এমরান হোসেন,মিনা আক্তার, শাহ জামাল,মোঃ লিটন রেজা মেম্বার,এস এম জাহের মেম্বার, মনিরুজ্জামান আখন্দ,প্রভাষক মোঃ মাহবুব আলম, মহিউদ্দিন আখন্দ, মোঃ সোলায়মান, প্রাত্তণ ছাত্র ও কুকাস সভাপতি মেহেদী হাসান দুলাল, মোঃ মাহবুব আলম, এডভোকেট মোঃ কামাল হোসেন, ফারুক আহমদ, রেজাউল করিম, খলিলুর রহমান, সাইফুল ইসলাম জুয়েল, প্রভাষক মোঃ ফিরোজ মিয়া, মোঃ আশিকুর রহমান সাকিন, মোঃ ইউসুফ, মোশাররফ হোসেন,কাউছার আহমেদ । অনুষ্ঠানে সাবেক বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি,অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে নিহত শিক্ষকদের স্মরণে মরণোত্তর সম্মাননা স্মারক পরিবারের হাতে তুলে দেন অতিথিরা।এছাড়াও বিদায়ী শিক্ষকদেরকে বিভিন্ন উপহার প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *