বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জানিয়েছেন, ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ ঘিরে আজ ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে দেড় থেকে আড়াই লাখ মানুষের জমায়েত হতে পারে। তাদের নিরাপত্তায় থাকবে ৫০০ পুলিশ সদস্য। সোমবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টারে কমিশনারসহ ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান আব্দুল হান্নান মাসুদ। পুলিশের সঙ্গে কী কথা হয়েছে, জানতে চাইলে আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘আমাদের প্রোগ্রামকেন্দ্রিক উনারা (পুলিশ) ওখানে আইনশৃঙ্খলা বাহিনীর ৫০০ সদস্য মোতায়েন করবেন। পাশাপাশি আমরা বলেছি, ৭টার মধ্যে চেষ্টা করব ওই ফিল্ডটা খালি করে দেওয়ার জন্য। সাড়ে ৫টার মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করব।’ গণজমায়েতের বিষয়ে তিনি বলেন, ‘মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে। কে কোথা থেকে কীভাবে আসবে, কালকের মাঠেই দেখা যাবে। আমরা আশা করি, দেড় থেকে আড়াই লাখ মানুষ হতে পারে।’ আব্দুল হান্নান মাসুদ বলেন, আগামীকাল থেকে নতুন স্বপ্ন দেখবে বাংলাদেশ। আগামী বাংলাদেশে যে সরকারই আসবে এই ঘোষণাপত্র সীমারেখা হয়ে কাজ করবে। এর মধ্যে দিয়ে অবসান হবে বস্তা পঁচা রাজনীতির। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সকল রাজনৈতিক দল নতুন এই ঘোষণাপত্রকে স্বাগত জানাবে বলে আশাবাদ তাদের। নতুন বছর উদ্‌যাপন এবং ঘোষণাপত্রের অনুষ্ঠান ঘিরে যেকোন বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সমন্বয়ক মাসুদ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *