ছবি: তালাশ বাংলা

সর্বোচ্চ রেমিটেন্স দেশে পাঠিয়ে বাংলাদেশ সরকার কর্তৃক সি আই পি (এন আর বি) অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন ব্রুনাই দারুসসালাম (প্রবাসী) বিশিষ্ট ব্যবসায়ী এ,কে,এম জসিম উদ্দিন।অ্যাওয়ার্ড পাওয়ায় সংবর্ধনা প্রদান করেন এলাকাবাসী। (২১ ডিসেম্বর ২০২৪) শনিবার সন্ধ্যায় ফকির বাজার স্কুল এন্ড কলেজ হলরুমে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকির বাজার ও জঙ্গলবাড়ির এলাকাবাসীর উদ্যোগে সংবর্ধনা প্রদান করা এবং আলোচনা সভা অনুষ্ঠিত। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী মোঃ জসিম উদ্দিন জসিম। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী এ,কে,এম জসিম উদ্দিন।সভাপতিত্ব করেন বাকশীমূল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক এবং পরিচালনা করেন যুবদল নেতা মোঃ জাকির হোসেন চৌধুরী।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এডভোকেট মোঃ ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক মোঃ জসিম উদ্দিন, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল মাষ্টার, সহসভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আবুল বাশার, ,লন্ডন প্রবাসী বিএনপি নেতা মোঃ মনির হোসেন চৌধুরী,যুবদল নেতা মোঃ জাকির হোসেন চৌধুরী,ষোলনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম, ফকির বাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ পিজিউল আলম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, মোঃ বিল্লাল হোসেন চৌধুরী,ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামসেদ চৌধুরী সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *