ছবিঃ তালাশ বাংলা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, নারীদের ভয় দেখিয়ে বলা হয় জামায়াতে ইসলামী দল ক্ষমতায় আসলে সবাইকে বোরকা পড়তে হবে এ ধারণা ঠিক নয়। ইসলামী দল ক্ষমতায় গেলে পেশাগত পরিচয়ে মর্যাদা ও নিরাপত্তা পাবে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা টাউনহল মাঠে ১৯ বছর পর জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখার আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, দেশ গঠনে জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধ। জামায়াতে ইসলামীর ১৭ জন নেতাকর্মীকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল। আমাদের অফিস বন্ধসহ, গুম, খুন-হত্যা, ঝুলুম করা হয়েছে৷ তাও আমরা পিছপা হইনি এবং কারও সাথে আপোষও করেনি।তিনি আরো,কুমিল্লা বিভাগ কেন হলো না এমন প্রশ্ন তুলেন।নামের কারণে বিভাগ না দিয়ে কুমিল্লাবাসীর উপর জুলুম করা হয়েছে। অতএব কুমিল্লা নামেই বিভাগ হতে হবে। তিনি বলেন, সংবাদকর্মী দেশের চতুর্থ স্তম্ভ, তাই আপনারা কালোকে কালো এবং সাদাকে সাদা বলবেন। দেশ গঠনে আপনাদের সহযোগিতা প্রয়োজন। প্রধান বক্তার বক্তব্য রাখেন দলটির নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মু. তাহের। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মাওলানা এটিএম মাছুম, মাওলানা আব্দুল হালিম, মুহাম্মদ আবদুর রব, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার,কেন্দ্রীয় কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মু. শাহজাহান ও কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। সম্মেলনে আরও বক্তব্য কেন্দ্রীয় শূরা ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত ভূঞা, কেন্দ্রীয় কর্মপরিষদ ও টিম সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসির আরাফাত, ড. মোবারক হোসেন, কুমিল্লা মহানগরী নায়েবে আমির মোছলেহ উদ্দিন, দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, মহানগরী সহকারী সদস্য কামারুজ্জামান সোহেল, মহানগরী শিবির সভাপতি নোমান হোসেন নয়ন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন,নাছির আহমেদ মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *