ছবিঃ তালাশ বাংলা

কুমিল্লা শিক্ষাবোর্ডের অন্যতম সেরা কলেজ পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের ছাত্র-ছাত্রীদের নিরপদ যাতায়তের জন্য বিআরটিসি বাস শুভ উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। রোববার সকালে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো. আবু ইউছুফ ভূঞার সভাপতিত্বে প্রভাষক মো. ফরিদ উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনের এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো আবদুর রহমান রব চেয়ারম্যান, বিআরটিসি ডেপুটি জেনারেল ম্যানেজার শুকদেব ঢালি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মো. ছাইদুল ইসলাম। বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক কাজী নঈমুল ইসলাম।পরিশেষে ছাত্র-ছাত্রীদের জন্য বিআরটিসির ২টি বাস উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আবদুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *