ঢাকা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। রবিবার রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রথম তাদের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেছেন বুটেক্সের আবাসিক হলের শিক্ষার্থীরা। এ ঘটনায় বুটেক্সের ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। তবে কী কারণে সংঘর্ষ হচ্ছে, সেটি এখনো জানা যায়নি। বুটেক্সের শিক্ষক অধ্যাপক সায়েদুজ্জামান সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন। তবে সংঘর্ষের কারণ জানাতে পারেন নি তিনি। সংঘর্ষের খবরে পুলিশ এলেও দুপক্ষের তোপের মুখে তারা চলে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চলের এক পাশের অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।এই রিপোর্ট লেখা আগ পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে এবং আহতের সংখ্যা বাড়ছে।