কুমিল্লার বুড়িচং উপজেলা বাকশীমূল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাংলাদেশ কৃষকদলের কর্মী সভায় ও কমিটি গঠন করা হয়েছে।গত (১৪ নভেম্বর ২০২৪) বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ কৃষকদল বাকশীমূল ইউনিয়নের আয়োজনে ৮ নং ওয়ার্ডের কর্মী সভার সভাপতিত্ব করেন কৃষকদলের ইউনিয়ন সভাপতি এমরান মিয়া চৌধুরী এবং সঞ্চালনায় করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ হারুনুর রশিদ।অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইঞ্জিয়ার বাশার,উপজেলা যুবদলের সহ-সভাপতি প্রফেসর জাকির হোসেন,ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী,উপজেলা সেচ্ছাসেবক দলের আইন বিষয়ক সম্পাদক এড.কাজী মামুন,থানা যুবদলের সদস্য গোলাম ফারুক।উক্ত কর্মী সভার শেষে বাকশীমূল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কমিটি ঘোষণা করা হয়।নতুন কমিটিতে সভাপতি হলেন সাদেক আহম্মদ,সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খোকন সহ অন্যান্যরা।