কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল বিওপি (৬০ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ০৩ নভেম্বর হতে ০৫ নভেম্বর পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এ সময় ৪৮,৮৪,৭৫০/- (আটচল্লিশ লক্ষ চুরাশি হাজার সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। তন্মধ্যে জব্দকৃত ভারতীয় হুইস্কি ১৯৮ বোতল, বিয়ার ২৫ বোতল, গাঁজা ০৬ কেজি, ফেন্সিডিল ০৫ বোতল, ইয়াবা ট্যাবলেট ৪০০০ পিস, শাড়ি ১২৭ পিস, বাঁজি ৬০০ পিস, ডারোবিন মলম ৪৫৮৫ পিস, টুথ পেস্ট ৬৪ পিস, মুভ ক্রীম ৮৪০ পিস,বাংলাদেশী স্কুটার ০১টি, বাংলাদেশী অটোরিক্সা ০১টি । বিষয়টি নিশ্চিত করেন ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি,এসি।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *