আসন্ন মার্কিন নির্বাচন নিয়ে চলছে নানা জলপনা কল্পনা।কে হবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট এ নিয়ে চলছে নানা জরিপ।এশিয়ান আমেরিকানদের পছন্দ অপছন্দ নিয়েও চলছে নানা জরিপ। সর্ম্প্রতি এশিয়ান ও প্যাসিফিক আইল্যান্ড আমেরিকান রেজিস্ট্রার ভোটারদের মধ্যে উঠে আসে ট্রাম্প কমলার জনপ্রিয়তার তথ্য। দেখা যায় পছন্দের তালিকায় এগিয়ে আছেন কমলা হ্যারিস । এশিয়ান আমেরিকান ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। জরিপ বলছে, প্রতি ১০ জন এশিয়ান আমেরিকান ভোটারের মধ্যে ৬ জনই সমর্থন করছেন হ্যারিসকে যেখানে প্রতি ১০ জনে ৩ জন মাত্র সমর্থন করছেন ট্রাম্পকে। ডেমোক্র্যাট প্রার্থীকে সমর্থনের পেছনে বর্ণবাদ ও লিঙ্গবৈষম্য ইস্যুগুলোকে সামনে রাখছেন। অন্যদিকে NORC এবং APIAVote-এর এক জরিপ অনুসারে, ২০২৪ সালের নির্বাচনে এশিয়ান ভোটারদের মধ্যে ৬৬ শতাংশ হ্যারিসকে সমর্থন করছে, যেখানে ট্রাম্পের জন্য এই সমর্থন মাত্র ২৮ শতাংশ। এই ব্যবধানটি ট্রাম্পের তুলনায় হ্যারিসের জন্য ৩৮ শতাংশ বেশি, যা নির্বাচনী প্রচারে হ্যারিসের দৃঢ় অবস্থানকে নির্দেশ করে। এছাড়াও, হ্যারিসের পক্ষে এশিয়ান-আমেরিকানদের ইতিবাচক মনোভাব বৃদ্ধি পেয়েছে—৬২ শতাংশ তাকে সমর্থন করছে, যেখানে ট্রাম্পের ক্ষেত্রে এই হার মাত্র ২৮ শতাংশ। এশিয়ান-আমেরিকান ভোটারদের জন্য হ্যারিসের মহিলা পরিচয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে; ৩৮ শতাংশ ভোটার মনে করেন যে এটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এশিয়ান-আমেরিকান ভোটারগোষ্ঠী মার্কিন যুক্তরাষ্ট্রে দ্রুত বাড়ছে এবং রাজনৈতিকভাবে সক্রিয়, এটি নির্বাচনের ফলাফলের ওপর গভীর প্রভাব ফেলতে পারে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *