গাজীপুরের কালিয়াকৈরে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করার পরও ঘরে না তোলায় দুঃখে ও ক্ষোভে অভিমান করে প্রেমিক আরিফ মিয়ার (৪৫) বাড়িতে প্রেমিকা সালমা আক্তার (৪০) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ঘটনার পর থেকে প্রেমিক পলাতক রয়েছে। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার রাখালিয়াচালা গ্রামের প্রেমিকের বাড়িতে এ ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার তদন্ত (ওসি ) সাব্বির বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেমিকা সালমা আক্তার উপজেলার রাখালিয়াচালা গ্রামের তারা মিয়ার মেয়ে এবং প্রেমিক আরিফ মিয়া একই গ্রামের সামসুল মিয়ার ছেলে আরিফ মিয়া (৪৫)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি সাব্বির জানান, প্রায় দুই বছর আগে থেকে আরিফ ও সালমার পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের কয়েক মাস পর দুজনের সম্মতিতে নোটারী পাবলিকের মাধ্যমে এক অপরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকেই সালমা প্রেমিক আরিফকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বার বার বললেও আরিফ নেই নিচ্ছি বলে সময় পার করে আসছে। প্রেমিকে পক্ষ থেকে স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের জানিয়েও কোনো প্রতিকার পায়নি প্রেমিকা সালমা। দু:খ ক্ষোভে শুক্রবার (১৫ মার্চ) দুপুরে প্রেমিক আরিফ মিয়ার তালাবদ্ধ টিনেসড বাড়ির একটি কক্ষে তালা ভেঙ্গে ঘরের প্রবেশ করে সালমা। পরে ধর্নার (আড়ার) সাথে কাপড় বেঁধে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। আশপাশের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পবিারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
