কুমিল্লার বুড়িচং উপজেলা কালিকাপুর এলাকা থেকে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ রুবেল মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করেছে বুড়িচং থানার পুলিশ। (২০ অক্টোবর ২০২৪) রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশ। সূত্রে জানা যায়,গত ১৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বুড়িচং থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাকশীমূল ইউনিয়নের কুমিল্লা-বাগড়া সড়কে কালিকাপুর দক্ষিণ পাড়া চিতাখোলা সংলগ্ন এলাকা থেকে একটি মারুতি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে সাড়ে ১৭ কেজি গাঁজা আটক করে ও গাড়িটি জব্দ করে। এসময় বাকশীমূল গ্রামের উত্তরপাড়া কালাম ইঞ্জিনিয়ার বাড়ি সংলগ্ন রিক্সা চালক হারুন মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়াকে আটক করে। অভিযান পরিচালনা করেন বুড়িচং থানার এস আই নাছরুল্লাহ ও সঙ্গীয় ফোর্স। পুলিশের অভিযান পরিচালনাকালে একজন মাদক কারবারি পালিয়ে যায়। পলাতক আসামি হলেন কোদালিয়া গ্রামের মোঃ হোসেন মিয়ার ছেলে মোঃ স্বপন মিয়া।সে গ্রাম পুলিশ রাফিকুল ইসলামের ভাগিনা। এ বিষয়ে বুড়িচং থানার ওসি আজিজুল হক জানায়,আটককৃত ব্যক্তিকে মাদক মামলা দায়ের করে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।উক্ত অভিযান চলমান থাকবে।