{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কুমিল্লার বুড়িচংয়ে সীমান্তে দিয়ে ভারতে অনুপ্রবেশকালে কুখ্যাত মানবপাচারকারী নাজমুল হোসেন সহ ৭ জন আটক করেছে খারেরা বিওপি সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি। তথ্য সূত্রে জানা যায়, (১৪ অক্টোবর ২০২৪) সোমবার রাতে খারেরা ক্যাম্প কমান্ডার মোবারক হোসেন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি টহল দল সীমান্ত এলাকায় পিলার ২০৭১/৯-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলকুমারী মাজার সংলগ্ন এলাকায় দিয়ে ভারতে অনুপ্রবেশকালে কুখ্যাত মানবপাচারকারী মো: নাজমুল হোসেন(৩০)কে আটক করে বিজিবি। সে বাকশীমূল ইউনিয়নের বেলবাড়ী গ্রামের মোঃ আবু তাহের এর ছেলে। এসময় ভারতে অনুপ্রবেশকালে ৭জন বাংলাদেশী নাগরিককে আটক করে।তারা হলেন,মোঃ আবুল কালাম (৩৮), পিতা- মৃত এরশাদ আলী, গ্রাম- শতক, ডাকঘর- লগাও, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ।আহম্মেদ হৃদয় (১৯), পিতা-খলকু ইসলাম, গ্রাম- শতক, ডাকঘর- লগাও, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ। মোঃ মহসীন মিয়া (২২), পিতা- মোঃ মনির মিয়া, গ্রাম- শতক, ডাকঘর- লগাও, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ।মোঃ শাহিন মিয়া (৪৫), পিতা- মৃত আফতাব উদ্দিন, গ্রাম-কায়াতরা, ডাকঘর- শুকারী, থানা- হাটপাড়া, জেলা- নেত্রকোনা।মোঃ রোমান মিয়া (২০), পিতা- মোঃ শাহিন মিয়া, গ্রাম-কায়াতরা, ডাকঘর- শুকারী, থানা- হাটপাড়া, জেলা- নেত্রকোনা। মোঃ জুনাইদ (১৫), পিতা- রুহুল আমিন, গ্রাম-কায়াতরা, ডাকঘর- শুকারী, থানা- হাটপাড়া, জেলা- নেত্রকোনা।মোঃ রতন (২২),পিতা- লাল মিয়া, গ্রাম-বাদিপটিগ্রাম, ডাকঘর- যাত্রাবাড়ি, থানা-পূর্বধলা, জেলা- নেত্রকোনা। তাদেরকে পাসপোর্টবিহীন বাংলাদেশ হতে ভারতের অভ্যন্তরে গমনের প্রাক্কালে আটক করে। উক্ত আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা শ্রমের উদ্দেশ্যে ভারতে অবৈধভাবে গমনের চেষ্টা করছিল। আটককৃত বাংলাদেশী নাগরিক মোঃ নাজমুল হোসেন মানব পাচারে সহায়তা এবং অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিকদেরকে পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বুড়িচং থানায় সোপর্দ করেন বিজিবি। স্থানীয়রা জানায়, মানবপাচারকারী নাজমুল হাসান প্রতিনিয়ত এই ভাবে টাকার বিনিময়ে অবৈধ ভাবে ভারতে মানব পাচার করে আসছিল এবং চোরাচালানের সাথেও সে জড়িত ছিলো। এ বিষয়ে বুড়িচং থানার ওসি আজিজুল হক জানায়, আটককৃত সাতজনকে আইনের মাধ্যমে মামলা দায়ের করে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই এলাকার মারামারির ভিডিও দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *