কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। (৯ অক্টোবর ২০২৪) বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের মনাগাজী সনাজ নূর মোহাম্মদ এর বাড়িতে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন, বুড়িচং ফায়ার স্টেশনের কর্মকর্তা আতাউর রহমান সরকার। স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবারের সূত্রে জানা যায়,জগতপুর মনাগাজী গোষ্ঠীর মৃত: সরু মিয়ার ছেলে আব্দুল কুদ্দুছ, মো: কাউছার মোঃ বাহারুল ও মোঃ মানিকের ঘরের বৈদ্যুতিক মিটার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে।আগুনের খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে একই পরিবারের চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। জানা যায়,৪টি বসত ঘরের সকল আসবাবপত্র, তিনটি ফ্রিজ,৩টি সেলাই মেসিন,৩টি গ্যাস সিলিন্ডার ও চুলা, ৪টি স্টিলের আলমারি,ওয়াল শোকেস পুড়ে যায় ।তাদের মধ্যে মো:বাহারুল এর ব্যবসার জন্য সংগ্রহ করা ২০০,০০০/(দুই লক্ষ্য) টাকা নগদ, মো:আব্দুল কুদ্দুছ এর সি এন জি ক্রয়ের জন্য সংগ্রহ করা ৪০০,০০০/(চার লক্ষ্য টাক পুড়ে যায়।এতে তাদের চারটি পরিবার প্রায় নি:স্ব হয়ে পড়েছে। স্থানীয়রা আরো জানায়, এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন সহ এলাকাবাসীদের সহযোগীতার হাত বাড়িয়ে না দিলে তাদের দ্বারা ঘর পুনরায় উত্তোলন করা সম্ভব হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *