আক্কাস আল মাহমুদ হৃদয়।।
প্রকৃতির অপরূপ দৃশ্যের দেশ আমাদের বাংলাদেশ। রয়েছে হাজারো প্রাকৃতিক নিদর্শন। যার মাঝে অন্যতম চাঁদপুরের তিন নদীর মোহনার মনোরম দৃশ্য। মেঘনা বাংলাদেশের সবচেয়ে বড় নদীর মধ্যে অন্যতম। এর পাশ দিয়েই বয়ে গেছে ডাকাতিয়া, আর পদ্মা। এই তিন নদীর মোহনার মনোরম দৃশ্য দেখতে দূর-দূরন্ত থেকে চলে আসে দর্শনার্থীরা। এই তিন নদীর মোহনায় শনিবার (০২ মার্চ ২০২৪) শনিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো কুমিল্লা পেশাজীবি সাংবাদিক ইউনিয়ন। এ উপলক্ষে বার্ষিক বনভোজন,সাংবাদিক ও তাদের পারিবারের মিলনমেলা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী চাঁদপুর মেঘনা, ডাকাতিয়া ও পদ্মার তিন নদীর মোহনায় মিনি কক্সবাজারে কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। সংগঠনের সভাপতি মোঃ জোনায়েদ শিকদার তপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাংবাদিক কল্যান পরিষদ কুমিল্লার সভাপতি ও সিটিভি নিউজ ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক ওমর ফারুকী তাপস।উপস্হিত ছিলেন সিনিয়র সহ- সভাপতি মোঃ বাবর হোসেন, সহ-সভাপতি মোঃআবদুল আউয়াল সরকার, সাংগঠনিক সম্পাদক রবিউল বাশার খান, সহ-সাধারন সম্পাদক মোঃ নেকবর হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফুল ইসলাম সুমন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ তুহিন, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ওমর শারিদ বিধান, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মারুফ, অর্থ সম্পাদক ফেরদৌস মাহমুদ মিঠু, দপ্তর সম্পাদক গাজী মোঃ রুবেল, ক্রীড়া সম্পাদক সৌরভ মাহমুদ হারুন।নির্বাহী সদস্য জাফর আহমেদ, আবুল কালাম মজুমদার, মোঃ মনির হোসেন, খন্দকার হুমায়ুন কবির, আরিফুর ইসলাম,মোঃ জসিম উদ্দিন, সাধারন সদস্য অরূপ কৃষ্ণ পাল, দ্বিপক বর্মন, মোঃ মোস্তাফিজুর রহমান সুজন, আসিফ কবির, ওমর কাইয়ুম পলাশ, আবদুল জলিল, মোঃআবু বকর সিদ্দিক, মোঃ আলমগীর হোসেন বাচ্চু, মোঃশাহাদাৎ কামাল শাকিল, মোঃ মনির হোসেন প্রমুখ।এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তালাশ বাংলার সম্পাদক গীতিকবি ও সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয় সহ অন্যান্য অতিথিগণ।
বাংলাদেশের চাঁদপুর জেলায় ইলিশের বাড়িতে ঘোরাঘুরি, পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে অবস্থিত মিনি কক্সবাজারে কুমিল্লা পেশাজীবি সাংবাদিক ইউনিয়নের পারিবারিক মিলনমেলা। স্পটে পৌঁছে সাংবাদিকদের স্ত্রী, ছেলে-মেয়ে ও আত্বীয় স্বজনরা মেতে ওঠে বড়দের বল নিক্ষেপ,বালিশ খেলা, ছোটদের চকলেট খেলা সহ বিভিন্ন ইভেন্ট খেলায়। পরিবার ছাড়া যারা এসেছে তারা ঘুরে ঘুরে ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ দলবেঁধে পিকনিক স্পটের সীমানা পেরিয়ে চলে যান নদীর পাড়ে। ঘোরাঘুরির সঙ্গে চলতে থাকে সেলফি। সেইসঙ্গে নানা হাস্যকর গল্প। আনন্দে মেতেছে সবাই। সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান সম্মানিত অতিথিগণ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন হাফেজ আবদুল্লাহ বিন আবদুল আউয়াল।অনুষ্ঠান শেষে খেলায় অংশগ্রহণকারীকে পুরস্কার প্রদান ও অতিথি এবং সংগঠনের দক্ষ সাংগঠনিক ব্যক্তিদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন সভাপতি মোঃ জোনায়েদ শিকদার তপু ও সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার সহ অন্যান্য অতিথিরা।