কুমিল্লার বুড়িচং উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রহেলা অক্টোবর ২০২৪,মঙ্গলবার বিকেলে আলোচনা সভা শেষে এক র্যালি বের করা হয়। আলোচনা সভায় বুড়িচং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কবির আহাম্মেদ এর পরিচালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, অবসর প্রাপ্ত সৈনিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক, মোঃ মমতাজ উদ্দিন, ময়নামতি আলোর উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক আশিষ সাহা,পিপলস ডেভেলপমেন্ট সেন্টার নির্বাহী পরিচালক মোঃ মীর কাশেম । এসময় উপস্থিত ছিলেন আবুল কাশেম, আবদুর রব মেম্বার, মোঃ জহিরুল হক, মোঃ কামাল হোসেন, আবুল হোসেন বিএসসি প্রমুখ। আলোচনা সভা পূর্বে একরি বর্নাঢ্য র্যালি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা কমপ্লেক্সে চত্বরে শেষ হয়।দিবসের এবারের প্রতিপাদ্য ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’।জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। যুগান্তকারী এ সিদ্ধান্তের আলোকে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ১৯৯১ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Night;
cct_value: 0;
AI_Scene: (12, -1);
aec_lux: 236.28915;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0; 