বন্যা কবলিত কুমিল্লার মানুষের চিকিৎসা ও ওষুধ সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে এসএসসি ২০০৬ এবং এইচএসসি ২০০৮ স্টুডেন্টস অফ বাংলাদেশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে অধ্যাপক নূরুল ইসলামের বাড়িতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। আগত রোগীদের বিনামূল্যে সেবা দেন মেডিসিন , চর্ম ও যৌন রোগের চিকিৎসক ডা. মো. সাইফুল ইসলাম ভুঁইয়া (ইমন), সার্জারি বিশেষজ্ঞ ডা. এ. কে সরকার এবং গাইনি বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন মুনমুন। প্রায় এক হাজার রোগীকে দিনব্যাপী চিকিৎসাসেবাসহ বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। অধ্যাপক নূরুল ইসলাম ভূঁইয়ার বাড়িতে গোমতী নদীর বাঁধ ভাঙার ফলে ৪৭টি আশ্রয়হীন পরিবারের ১৫৭ জনের বেশি সদস্য এখানে ১০ দিন ধরে অবস্থান করছেন।
