কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব -১৭) ২০২৪ এর ফাইনাল খেলা পুরস্কার বিতরণ করা হয়েছে। (৩১ জুলাই ২০২৪) বুধবার বিকেলে বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উক্ত ফাইনাল খেলা অুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ বুড়িচং ইউনিয়ন পরিষদ একাদশ বনাম বাকশীমূল ইউনিয়ন পরিষদ একাদশ। উক্ত খেলায় নিদিষ্ট সময়ে গোল্ড করতে না পারায় ট্রাইব্রেকার মাধ্যমে ৪-৫ গোলে ব্যবধানে বাকশীমূল ইউনিয়ন পরিষদকে হারিয়ে বুড়িচং সদর ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হয়। খেলা বিজয়ীদের হাতে পুরস্কার ট্রপি তুলে দেন প্রধান বুড়িচং উপজেলা ইউএনও সাহিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন বুড়িচং থানার পুলিশ সহ বুড়িচং সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জি.জয়নাল আবেদীন, প্যানেল চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম,সচিব কে এস এম কিবরিয়া, কম্পিউটার আরমান হোসেন।বাকশীমূল ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান লিটন রেজা,মেম্বার আবুল কাসেম, সচিব মারজানা আক্তার,হিসাব রক্ষক জয়নাল আবেদীন সহ বিভিন্ন ইউনিয়নের মান্যগণ্য ব্যক্তিবর্গরা।
