কুমিল্লা জেলা জজকোর্টের মেধাবী এডভোকেট আরিফুর রহমান শ্রাবণ বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের ২৬ জুন বুধবার অনুষ্ঠিত পরিচালনা কমিটির নির্বাচনে দাতা সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য যে তিনি উক্ত বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য। বিদ্যালয় সূত্রে জানা গেছে ২৬ জুন বুধবার অনুষ্ঠিত নির্বাচনে দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। বিদ্যালয়ে মোট ভোটার হল ৪৪৬ জন। উল্লেখ্য মেধাবী এডভোকেট আরিফুর রহমান শ্রাবণ দাতা সদস্য হিসেবে এই নির্বাচনে অংশ গ্রহণ করলে দুই প্যানেল থেকে কোন প্রার্থী আর নির্বাচনে অংশ গ্রহণ করেন নি। তাই উভয় প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় তাকে দাতা সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী নির্বাচিত করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিন মাষ্টার। তিনি নিজেই বিনা প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নিশ্চিত করেছেন। প্যানেল এর প্রার্থীরা হলেন ডাক্তার এইচ এম দেলোয়ার মামুন(ছয়গ্রাম আলিম মাদ্রাসার সাবেক সভাপতি),তার প্যানেল এর অভিভাক সদস্য প্রার্থী ৫ নং গোলাম সামদানী,৬নং মাহবুব আলম,৭নং রফিকুল ইসলাম,৮নং ডাক্তার শিমুল চন্দ্র রায় এবং মহিলা অভিভাক সদস্য ১ নং মোসাম্মৎ রিনা আক্তার।অপর প্যানেল এর প্রার্থীরা হলেন মোস্তাফিজুর রহমান(ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা), তার প্যানেল এর অভিভাবক সদস্য প্রার্থী হলেন ১ নং আব্দুল কুদ্দুছ, ২নং নজরুল ইসলাম,৩নং সালেহ উদ্দিন,৪নং জিয়াউর রহমান, ২নং মহিলা অভিভাক সদস্য শারমিন আক্তার।গত ২৬ জুন ম্যানেজিং কমিটি নির্বাচন ডা: এইচ এম দেলোয়ার মামুন এর পুরো প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।এতে করে পুরো এলাকা জুড়ে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। ভোট শেষে বিজয়ী প্রার্থীরা সংক্ষিপ্ত বক্তব্যে বিদ্যালয়ের পড়াশোনা মান উন্নয়ন সহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
