কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আজ্ঞাপুর আছমত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫(বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু জাহের এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার।অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদুল হক পলাশের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোস্তফা কামাল সাবেক নির্বাহী প্রকৌশলী ও পিডি, এল.জি.ই.ডি।বক্তব্য রাখেন ফখরুল আলম মহাব্যবস্থাপক (প্রশাসন) বি.সি.আই.সি, শিল্প মন্ত্রণালয়।উপস্থিত ছিলেন ছিলেন বুড়িচং উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারি অফিসার আবু মোতালেব।মোঃ আবদুল করিম চেয়ারম্যান,২নং বাকশিমুল ইউনিয়ন পরিষদ। মোঃ ফরিদ উদ্দিন মাস্টার সাবেক সভাপতি, আছমত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোঃ কামরুল হাসান মিলন বিশিষ্ট ব্যবসায়ী। তৌহিদুল ইসলাম প্রধান শিক্ষক, মোর্শেদা বেগম বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়।মনোয়ারা বেগম প্রধান শিক্ষক, আজ্ঞাপুর আছমত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ ওবায়েদুল হক সহাকরি অধ্যাপক, শশীদল আলহাজ্ব মোঃ আবু তাহের কলেজ।এসময় আরো উপস্থিত ছিলেন বাকশীমূল ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ আমজাদ হোসেন,সাজ্জাদ হোসেন মাস্টার,বাকশীমূল ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শাহপরাণ মাঞ্জন সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্বারক তোলে দেন এমপি আলহাজ্ব মোহাম্মদ আবু জাহের।
