কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৪৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মা-ছেলেসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
(৪ জানুয়ারি) রোববার রাতে থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমের নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্সসহ শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকায় শিবু পালের দোতলা ভবনে অভিযান পরিচালনা করেন।
এসময় একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির ডান কোচ থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ভবনের দোতলায় আরও অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে একজনের কাছ থেকে ২২ পিচ এবং অপরজনের কাছ থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ১৪৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মৃত বিলাশ চন্দ্র পালের ছেলে শিবু পাল (৪০), মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ মিল্লাত (২০) এবং মোঃ সিরাজুল ইসলামের স্ত্রী সাজিয়া বেগম (৪৫)।
রবিবার (৪ জানুয়ারি) সকালে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
