Spread the love

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালী ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় দিবসটি উদযাপন করা হয়। দিবসের কর্মসূচির অংশ হিসেবে প্রথমে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন। সভা পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন জনি পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা খাদিজা আক্তার, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ ইসমাইল।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী সুমন, আবুল কাশেম, শাহাদাৎ হোসেন, কামরুজ্জামান, শর্মিলাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে দারিদ্র বিমোচন সংস্থা ‘পাস’-এর প্রতিনিধি মোঃ কামাল হোসেন, ভরাসার সূর্যোদয় ক্লাব, বুড়িচং অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতি ও সহায়ক উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা সমাজসেবার মাধ্যমে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজসেবার প্রতি আস্থা ও দায়বদ্ধতা আরও জোরদার করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *