Spread the love

পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি ইটভাটা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

অদ্য শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৫) উপজেলা প্রশাসন, বুড়িচং-এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৮(৩) ও ১৮(২) অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। নিষিদ্ধ এলাকায় অবস্থিত হওয়ায় সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

অভিযানে গারুচো এলাকায় অবস্থিত মেসার্স ফাইভ স্টার ব্রিকস নামক ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয় এবং কিলন (চুল্লি) উচ্ছেদ করে ভাটাটির সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একইভাবে কালাকচুয়া এলাকায় অবস্থিত মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ (পূর্ব নাম: মাস্টার ব্রিকস) নামক ইটভাটার চিমনি ভেঙে কিলন উচ্ছেদপূর্বক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তানভীর হোসেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব মোঃ রায়হান মোর্শেদ, পরিদর্শক জনাব জোবায়ের হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী, বুড়িচং থানা পুলিশ এবং আনসার সদস্যবৃন্দ।

পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় সূত্রে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে জেলার আওতাধীন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *