কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী (তিন সন্তান) জননী বৃষ্টি আক্তার (২৩) বিষপান করে আত্মহত্যা করেছে। বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার।ঘটনার পর স্বামী,শশুড় ও শাশুড়ী পলাতক রয়েছে। ঘটনাটি ঘটে (৪ জুন ২০২৪) মঙ্গলবার সকাল ৭ঘটিকায় সময়।ওই দিন দুপুরে বুড়িচং থানার এসআই মঞ্জুর ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।এ বিষয় নিহতের পিতা মোঃ মোমিন বাদি হয়ে স্বামী সাব্বির,শশুড় রফিক ও শাশুড়ী লিলুফ বেগমকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামের আহাম্মদ মেম্বারের বাড়ির রফিক মিয়ার ছেলে সাব্বিরের কাছে ২০১৪ সালে বিয়ে দেন একই উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেবাহেরচর গ্রামের ময়নাল হোসেন মেম্বারের বাড়ির মোঃ মোমিন এর মেয়ে বৃষ্টি আক্তারকে। নিহতের পিতা মোমিন জানান,বিয়ের পর থেকেই যৌতুকের না দেয়ায় বৃষ্টি আক্তার সাব্বিরের ঘরে পারিবারিক ভাবে অশান্তিতে ছিলেন এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন সহ বিভিন্ন অন্যায় অত্যাচার,জোর জুলুম, মারধরসহ বিভিন্ন সময়ে কারনে অকারণে বৃষ্টি আক্তারকে জ্বালাতনসহ ভয়ভীতি হুমকি ধামকি প্রদর্শন করতেন। এ বিষয় বৃষ্টি আক্তার তান পরিবার ও সাহেব সর্দারকে অবগত করলে নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয়।গত (৪ জুন ২০২৪) মঙ্গলবার সকালে সংসার থেকে চলে যাওয়ার জন্য বলে এবং বিভিন্ন অপমান জনক কথাবার্তাসহ আত্মহত্যা করে নিজের জীবন নিজে শেষ করে ফেলার প্ররোচনা দিতে থাকে। ওই দিন সাব্বির ও তার মা-বাবার অন্যায় অত্যাচার ও অপমান অপদস্ত সহ্য করতে না পেরে বিষপান করে। বিষপান করার পর প্রতিবেশীরা আহত বৃষ্টি আক্তারকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিয়ে যেতে বলে।বৃষ্টি আক্তারকে ঢাকা নেওয়ার পথেই মারা যায় বলে স্থানীয়রা জানায়। এ বিষয় বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার জানায়,এই ঘটনায় থানায় ৩ জনকে আসামী করে একটি আত্নহত্যা প্ররোচনা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর পর আসামীরা সকলেই পলাতক। পুলিশ আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দোষী কাউকে ছাড় দেওয়া হবে না।
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} 