বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব ও আলোচিত বক্তা আল্লামা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বলেছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কোনো দলের ট্যাগ লাগিয়ে ঘটনাকে আড়াল করা যাবে না। একটি ঘটনা ঘটার পর রাজনৈতিক ট্যাগ জুড়ে দিলে প্রকৃত আসামিরা আড়াল হয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশে রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তাই বলে কি গুলি করতে হবে? এ ধরনের সহিংসতায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, আল্লাহর ওয়াস্তে কেউ খুনের পথ বেছে নেবেন না। তিনি আরও বলেন, এ দেশে মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিনকে মব তৈরি করে প্রকাশ্যে হত্যা করা হলেও আসামিরা আজও ধরা পড়েনি। আবার অন্য ঘটনায় অপরাধীরা পালিয়ে যাওয়ার পর আসামি ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা —এতে হিসাব মিলাতে পারিনা এবং ন্যায়বিচারের প্রশ্ন ওঠে।
আল্লামা তাহেরী বলেন, নুরুল ইসলাম ফারুকী হত্যা, ইমাম রইস উদ্দিন হত্যা এবং শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কোমড় সোজা করে এবার বাংলাদেশে দাঁড়ান। দায়িত্বশীলরা দায়িত্বহীন আচরণ করলে রাষ্ট্রব্যবস্থা সুন্দরভাবে চলতে পারে না।’
তিনি আরও বলেন,আমার বক্তব্যে রাজনৈতিক গন্ধ খুঁজে নিবেন না। আমি সাদাকে সাদা, কালাকে কালা বলি।শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১১টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বেজুরা উত্তর-পশ্চিম পাড়া হযরত বেলাল (রা.) জামে মসজিদের বার্ষিক মাহফিলের প্রধান বক্তা হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
মাহফিলে তিনি ধর্মীয় বক্তব্যে বলেন, যে সমাজে হারাম বেশি চলে সেখানে গজব দ্রুত আসে এবং যে ঘরে হারাম চলে সেখানে শান্তি আসে না। দিন দিন খুন, গুম ও অপরাধ বেড়ে যাওয়াকে তিনি কেয়ামতের আলামত হিসেবে উল্লেখ করেন। এ সময় তিনি যুবকদের উদ্দেশে মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিহার করে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান।
মাহফিলে সভাপতিত্ব করেন ডা. নূরুল ইসলাম ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের এডুকেশন কমিটির চেয়ারম্যান এবং কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. মোবারক হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
