কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামে সাবেক নৌবাহিনীর সদস্য আব্দুল ছামাদকে পিটিয়ে হত্যার চেষ্টা ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশী মো. হানিফ ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় আব্দুল ছামাদের স্ত্রী ও পরিবার পরিকল্পনার সাবেক স্বাস্থ্য সহকারি শাহেনারা বেগম বাদী হয়ে মো. হানিফকে প্রধান আসামি করে মোট ৬ জনের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে বারেশ্বর পশ্চিম পাড়ায় দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হানিফ গং অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরুতর আহত হন সাবেক নৌবাহিনীর সদস্য আব্দুল ছামাদ। বর্তমানে তিনি বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
অভিযোগে জানা যায়, আব্দুল ছামাদের ক্রয়কৃত সম্পত্তি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলে রেখেছে হানিফ ও তার পরিবার। তারা ওই জমির গাছ কেটে নিয়ে যাওয়ার পাশাপাশি দলিল না দেওয়ায় ছামাদের বাড়িতে গিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এবং ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
মামলার আসামিরা হলেন—বারেশ্বর গ্রামের আবুল হাশেমের ছেলে মো. হানিফ, মৃত সিরু মিয়ার ছেলে আবুল হাশেম, মো. আনু মিয়া, আবুল হাশেমের স্ত্রী আলেয়া বেগম, আনু মিয়ার স্ত্রী রোজিনা বেগম এবং মো. হানিফের স্ত্রী শিল্পী আক্তার। ভুক্তভোগী পরিবার দাবি করেছে, প্রধান আসামি হানিফের বিরুদ্ধে মাদকের মামলাও রয়েছে এবং তিনি পেশাদার মাদক ব্যবসায়ী।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার এসআই জাকির হোসেন জানান, ঘটনার পরপরই থানায় মামলা রুজু হয়েছে। ঘটনাস্থলে গিয়ে আসামিদের কাউকে পাওয়া যায়নি, তারা পলাতক রয়েছে। আসামিদের গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
