কুমিল্লার বুড়িচং থানার পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, চুরি ও মারামারিসহ বিভিন্ন অপরাধে ১৫ মামলার আসামি মো. ইসহাক (৩৬) বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার হয়েছে। (৮ ডিসেম্বর) সোমবার রাতে এসআই মো. রাকিবুল হাসান, এএসআই মো. শাহ পরান ও সঙ্গীয় ফোর্স মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনায় করে গোপন সংবাদের ভিত্তিতে বাকশীমূল ইউনিয়নের কোদালিয়া এলাকায় বিশেষ তল্লাশির সময় ইসহাককে ৪০ কেজি গাঁজাসহ আটক করা হয়।
(৯ ডিসেম্বর) মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি মুহাম্মদ লুৎফুর রহমান।
আটককৃত ইসহাক কোদালিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। পুলিশের ভাষ্য, দীর্ঘদিন ধরে ইসহাক এলাকায় অপরাধ জগতের সম্রাট হিসেবে পরিচিত। স্থানীয়দের দাবি, তার পরিবারের আরও কয়েকজন সদস্য একই ধরনের অপরাধে জড়িত।
বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বলেন, উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে কোর্টে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
