Spread the love

দীর্ঘ ১৩ মাস কারাভোগের পর ভারত থেকে দেশে ফিরেছেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার ছয়জন বাংলাদেশি জেলে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

হস্তান্তর করা জেলারা হলেন—কুড়িগ্রামের চিলমারী উপজেলার পূর্ব মুদাখানা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. রাসেল (৩৫), ব্যাপারীপাড়া গ্রামের বাহাদুরের ছেলে বিপ্লব মিয়া (৪৫), নতুন ব্যাপারীপাড়া গ্রামের ইছাহাক আলীর দুই ছেলে মীর জাহান (৪৫) ও বকুল মিয়া (৩২), ব্যাপারীপাড়ার ফকির আলীর ছেলে আমের আলী (৩৫) এবং রৌমারীর বকবাদা ব্যাপারীপাড়ার ছলিম উদ্দিন ব্যাপারীর ছেলে চাঁন মিয়া (৬০)।

বিজিবি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ নভেম্বর জিঞ্জিরা নদীতে মাছ ধরতে গিয়ে ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন ওই ছয় জেলে।পরে বিএসএফ ও স্থানীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের রায়ে তারা ১ বছর ১ মাসের সাজা ভোগ করেন। সাজার মেয়াদ শেষে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় ভারতীয় কর্তৃপক্ষ। নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে মঙ্গলবার সন্ধ্যায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তর প্রক্রিয়া ঘিরে নাকুগাঁও স্থলবন্দর এলাকায় আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ময়মনসিংহের ৩৯ বিজিবি ব্যাটালিয়নের কোয়ার্টার মাস্টার মিজানুর রহমান, হাতিপাগার বিওপির ক্যাম্প কমান্ডারসহ অন্যান্য সদস্যরা। ভারতীয় পক্ষের নেতৃত্ব দেন মেঘালয়ের তুরা বিএসএফ ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার সাখাওয়াত হোসেন।

এসময় নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামানও উপস্থিত ছিলেন।তিনি জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ছয় জেলেকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *