Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় লিটন মিয়া (৩২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবারে উপজেলার মল্লিকাদীঘি এলাকার শশীদল ও সালদানদীর সেক্টরে ১৭৬ কিলোমিটার দুই-এর তিন নম্বর রেলমাইলের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া উপজেলার শশীদল রামচন্দ্রপুর (দুর্গাপুর) গ্রামের আবদুল হাইয়ের ছেলে। সোমবার রাতে শশীদল স্টেশন মাস্টার আবু তাহের সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান,সোমবার সকালে লিটন মিয়া মোটরসাইকেলে করে বাড়ি থেকে শশীদল বাজারে যাচ্ছিলেন। পথে শশীদল রেলওয়ে স্টেশনের কাছে একটি লেভেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী দ্রুতগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।পরে এলাকাবাসী ও স্বজনরা দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। অন্যদিকে, কুমিল্লা রেলওয়ে ফাঁড়ি থানার এএসআই মহিউদ্দিন জানান,খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা লাশ নিয়ে যায়। নিহতের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *