ঢাকায় বুড়িচং-ব্রাহ্মণপাড়া জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক পরিচিতি ও আলোচনা সভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও সাবেক ভিপি মোঃ আবদুস ছালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী হাজী জসিম উদ্দিন। সভায় ফোরামের নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রবাসে থেকেও বুড়িচং-ব্রাহ্মণপাড়া অঞ্চলের উন্নয়ন ও জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
