Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডাক্তার ফরহাদ আবেদীন ভূইয়া, ওসি (তদন্ত) মোঃ আমিনুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধূরী, আনন্দ পাইলট এ কে এম আমিনুল ইসলাম, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা যোবায়ের হাসান, সমবায় কর্মকর্তা মীর হোসেন, সহকারী সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, আনসার ভিডিপি কর্মকর্তা আজহার, এজিএম পল্লী বিদ্যুৎ বুড়িচং, বিজিবি প্রতিনিধি আবু বক্কর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা জহিরুল হাসান, মোকাম ইউনিয়ন পরিষদের প্রতিনিধি মোঃ জাকির হোসেন, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্রতিনিধি আবদুল হক, ভারেল্লা ইউনিয়ন পরিষদের প্রতিনিধি আবদুল জলিল এবং বাকশীমুল ইউনিয়ন পরিষদের প্রতিনিধি রকিবুল ইসলাম। সভায় সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক নিয়ন্ত্রণ ও সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *